বুধবার, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৬.৭৮°সে
সর্বশেষ:
পদ্মায় পানি শুকিয়ে ধু-ধু বালুচর, মহানন্দার বুকে চলছে চাষাবাদ গাইবান্ধায় চার দিনব্যাপি উদ্যোক্তা মেলার উদ্বোধন কান চলচ্চিত্র উৎসবে নজর কাড়লেন ভাবনা গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেল স্কুলছাত্র নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি জহুরুল তদন্ত ওসি লুৎফর নিউইয়র্কে বাংলাদেশি খুনের ঘটনায় ন্যায়বিচার নিয়ে সংশয়ে পরিবার দিল্লির ৪ হাসপাতালে বোমা হামলার হুমকি ডলার সংকটের কারণে বাংলাদেশে বিনিয়োগের লভ্যাংশ নিতে পারছে না যুক্তরাষ্ট্র সুশীল সমাজের সঙ্গে বৈঠক, কী বার্তা দিলেন ডোনাল্ড লু ২৩ নাবিক নিয়ে ফিরল এমভি আবদুল্লাহ,ফুলেল শুভেচ্ছায় নাবিকদের বরণ।।ঈদের আনন্দ নাবিক পরিবারে যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে বাংলাদেশী যুবকের নামে বিমানবন্দরে ‘বেঞ্চ ওয়ারেন্ট’ ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ, যুক্তরাষ্ট্রে ৫০ অধ্যাপক গ্রেফতার
/

নেত্রকোনায় কমিউনিস্ট পার্টির সমাবেশে হামলা

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় কমিউনিস্ট পার্টির সমাবেশে হামলা হয়েছে। এতে পার্টির কেন্দ্রীয় সভাপতিসহ অন্তত ৩৫ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় শহরের ছোটবাজারে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

কমিউনিস্ট পার্টির নেতাকর্মীদের দাবি, সমাবেশ শেষে তারা দলীয় স্লোগান নিয়ে শহিদ মিনার থেকে বের হচ্ছিলেন। এ সময় পুলিশ তাদের ওপর হামলা চালান। এতে সিপিবির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য চিকিৎসক দীবালোক সিংহ, সদস্য জলি তালুকদার, জেলা কমিটির সভাপতি নলিনী কান্ত সরকারসহ ৩৫ নেতাকর্মী আহত হন। পুলিশ লাঠিচার্জ করে জেলা সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য মো. মোস্তফা কামাল ও জেলা ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ আজিজুর রহমান ওরফে সায়েমকে আটক করে নিয়ে যায়।

হামলার শিকার সিপিবির জেলা সভাপতি নলিনী কান্ত সরকার বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশ শেষ করে শহিদ মিনারের পাদদেশ থেকে নেতাকর্মীরা বের হচ্ছিলেন। শহিদ মিনারের ভেতরেই সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক ও নেত্রকোনা থানার ওসি মো. লুৎফুর রহমানের নেতৃত্বে পুলিশ বাধা দিয়ে লাঠিচার্জ চালায়। কিছুক্ষণের মধ্যে সরকারি দলের নামধারী উচ্ছৃঙ্খল যুবকেরা স্লোগান নিয়ে এসে পুলিশের সামনে আরেক দফা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা ও ভাঙচুর চালায়। এতে আমাদের অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন।’

নেত্রকোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বলেন, ‘তাদের বাধা দেওয়ায় নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে। এ সময় পুলিশ দুজনকে আটক করেছে।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

পদ্মায় পানি শুকিয়ে ধু-ধু বালুচর, মহানন্দার বুকে চলছে চাষাবাদ
গাইবান্ধায় চার দিনব্যাপি উদ্যোক্তা মেলার উদ্বোধন
কান চলচ্চিত্র উৎসবে নজর কাড়লেন ভাবনা
গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেল স্কুলছাত্র
নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি জহুরুল তদন্ত ওসি লুৎফর
নিউইয়র্কে বাংলাদেশি খুনের ঘটনায় ন্যায়বিচার নিয়ে সংশয়ে পরিবার

আরও খবর