সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১২.৭২°সে
সর্বশেষ:
তৃতীয় বারের মত প্যাটারসন সিটির কাউন্সিলম্যান নির্বাচিত শাহীন খালিক সিলেট-কক্সবাজার রুটে নতুন ট্রেন সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন সন্ধান মেলেনি হেলিকপ্টারের, ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর শঙ্কা হেলিকপ্টার ‌‘দুর্ঘটনা’র পর খোঁজ পাওয়া যাচ্ছে না ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে কোটিপতি প্রার্থীর সংখ্যা তিন গুণ : টিআইবি আবারো পেছালো রূপপুর পরমাণু কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন মলদোভায় জীবন্ত অবস্থায় বৃদ্ধকে কবর, চারদিন পর উদ্ধার ইসরাইলে বিস্ফোরক পাঠাচ্ছে ভারত! অস্ত্র বোঝাই জাহাজ আটকাল স্পেন অটোরিকশা বন্ধের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে সড়কে চালকরা নিউজার্সিতে বাংলাদেশি বংশোদ্ভূত ফাবিহা কৃতিত্বের সহিত নার্সিং গ্রাজুয়েশন সম্পন্ন সুপ্রিম কোর্টে শুনানিকালে আইনজীবীদের কালো গাউন পড়তে হবে সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী

কারাগারে প্রেম, প্যারোলে মুক্তি পেয়ে বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক:

কারাগারে পরিচয়, সে পরিচয় থেকে বন্ধুত্ব-প্রেম। সবশেষে প্রেম গড়াল পরিণয়ে। প্যারোলে মুক্তি পেয়ে বিয়ে করলেন দুই কয়েদি। গতকাল বুধবার এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কুসুমগ্রামে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, গতকাল মানবাধিকার সংগঠন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির আয়োজনে বিবাহ সম্পন্ন করেন দুই কয়েদি আবদুল হালিম ও শাহানারা খাতুন। এর মধ্যে হালিম ধর্ষণ মামলায় আট বছর ধরে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে (কারাগার) আছেন। তিনি প্রতিবেশী রাজ্য আসামের দোরাং জেলার দলগাঁও থানা এলাকার রঙ্গনগারোপাথার গ্রামের বাসিন্দা। অন্যদিকে, শাহানারা খুনের মামলায় ছয় বছর ধরে একই কারাগারে আছেন। তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নানুর থানার উচকারণ-বালিগড়ির বাসিন্দা।

এই দুই বন্দি জানান, গত তিন বছর আগে তাদের দুজনের পরিচয় হয়। এরপর গড়ে ওঠে বন্ধুত্ব। একপর্যায়েঢ একে-অপরের প্রেমেও পড়ে যান তারা। এরপর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চান। দুই পরিবারের সদস্যরা জানতে পেরে তাতে সম্মতিও দেন।

এরপরই তারা মানবাধিকার সংগঠনের সঙ্গে যোগাযোগ করেন। সংগঠনের সঙ্গে আলোচনা করেন হাসিমের বাবা আবদুস সাত্তার। বিয়ের অনুমতি দেওয়ার জন্য গত ১৬ জুন পশ্চিমবঙ্গের কারামন্ত্রী অখিল গিরির দ্বারস্থ হয় তিনি। আবেদন মঞ্জুর হতেই বিয়ের আয়োজন শুরু হয়। মন্তেশ্বরের কুসুমগ্রামে আইনিভাবে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ইতোমধ্যে বীরভূমের উদ্দেশে পাড়ি দিয়েছেন নবদম্পতি। তারা জানান, ‘আমরা এখন মুক্তির অপেক্ষায় রয়েছি। কারণ জেলের বাইরে বেরিয়ে নতুন এক সংসার পাতব।’

পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির অন্যতম কর্মকর্তা শামসুদ্দিন শেখ বলেন, ‘আবদুল হালিম ধর্ষণের মামলা ও শাহানারা খুনের মামলায় অভিযুক্ত হয়ে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি রয়েছে। দুজনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চেয়েছিল। তাই তাদের পরিবার কারামন্ত্রীর দ্বারস্থ হয়। তারা প্যারোলে মুক্তি পায়। এদিন তারা আইনি বিবাহ সারেন। আগামী ১৬ জুলাই তারা ফের সংশোধনাগারে ফিরে যাবেন।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সন্ধান মেলেনি হেলিকপ্টারের, ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর শঙ্কা
হেলিকপ্টার ‌‘দুর্ঘটনা’র পর খোঁজ পাওয়া যাচ্ছে না ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর
মলদোভায় জীবন্ত অবস্থায় বৃদ্ধকে কবর, চারদিন পর উদ্ধার
ইসরাইলে বিস্ফোরক পাঠাচ্ছে ভারত! অস্ত্র বোঝাই জাহাজ আটকাল স্পেন
আফগানিস্তানে বন্দুকধারীদের হামলায় তিন স্পেনীয়সহ নিহত ৪
ফ্রান্সে ইহুদি উপাসনালয়ে আগুন, অভিযুক্তকে গুলি করে হত্যা

আরও খবর