1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
এইচএমপি ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: স্বাস্থ্য উপদেষ্টা - Voice of New Jersey

এইচএমপি ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: স্বাস্থ্য উপদেষ্টা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২৬ বার দেখা হয়েছে

সিলেট প্রতিনিধি:

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, এইচএমপি ভাইরাস ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি আরও বলেন, এই ভাইরাস আগেও আমাদের দেশে ছিল, মানুষ আক্রান্ত হয়েছেন এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। এই ভাইরাসের উৎপত্তি চীনে এবং সেখানে কিন্তু এতো মারাত্মক আকার ধারণ করেনি। তবুও আমাদের বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোভিডের মতো এটা হয়নি।

স্বাস্থ উপদেষ্টা বলেন, এই ভাইরাসে আক্রান্ত হয়ে যিনি মারা গেছেন। তিনি প্রায় একমাস ধরে অসুস্থ ছিলেন। তাকে যারা সেবা করেছেন তারাও ভালো আছেন। যদিও তার শরীরে এইচএমপি ভাইরাসের জীবাণু মিলেছে, তবুও এখনো শতভাগ নিশ্চিত না যে তিনি এ ভাইরাসে আক্রান্ত হয়েই মারা গেছেন।

শনিবার সিলেটের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি।

একদিনের সফরে শনিবার সিলেটে যান স্বাস্থ্য উপদেষ্টা। সকাল আটটায় বিমানবন্দরে নেমেই যান কোম্পানীগঞ্জ উপজেলার বর্নি গ্রামের একটি কমিউনিটি ক্লিনিকে। সেখানে বসে চিকিৎসা সেবা বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি। পরে সেখান থেকে যান কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ঘুরে দেখেন হাসপাতালের বিভিন্ন সেবা। দীর্ঘক্ষণ কথা বলেন চিকিৎসক, রোগী ও রোগীর স্বজনদের সঙ্গে।

হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় বিভিন্ন দলের দ্রুত আগামী নির্বাচন দাবি নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, জনগণ যদি বলে কাল আপনারা চলে যান, আমরা চলে যাবো। কারণ, আমরা জনগণের দেওয়া দায়িত্ব নিয়ে এসেছি। আমরা দায়িত্ব পালন করতেই এসেছি, যদি জনগণ চায় আমরা থাকবো, না চাইলে চলে যাবো।

তিনি আরও বলেন, আমাদের প্রধান উপদেষ্টা একটি রোডম্যাপ দিয়েছেন, যেখানে বলা আছে আগামী ডিসেম্বরে নির্বাচন দেওয়ার চেষ্টা করা হবে। আর জনগণ যদি মনে করে আরও কিছু সংস্কার করে যেতে হবে, তবে হয়তো আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের সর্বশেষ অবস্থান।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT