ভিওএনজে রিপোর্ট ঃ
যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে চ্যানেল ৫২ যাত্র শুরু করেছে। ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় চ্যানেল ৫২ অফিসে প্রধান আতিথি হিসাবে উপস্থিত থেকে চ্যানেল ৫২ উদ্ভাধন করেন নিউজার্জি স্টেট ডেমোক্রেট চেয়ারম্যান জন কেরি। বিশেষ অতিথি হিসাবে প্যাসাইক কাউন্টির ফ্রি হোল্ডার জন বার্লেট, পেটারসন সিটির মেয়র অ্যানেড্র সায়া, প্রসপ্রেক্টপার্ক সিটির মেয়র টি খায়রুল্লাহ, প্যাটারসন সিটির কাউন্সিল ওমেন লার্জ ডঃ লিলিস মিম, কাউন্সিল ম্যান লুইস বেলেজ, কাউন্সিল ম্যান আনান শাহ, জালালাবাদ এসোসিয়েসনের সভাপতি হেলাল চৌধুরী প্রমুখ।
অনুষ্টানে উদ্বোধনী বক্তব্য দেন চ্যানেল ৫২ ডিরেক্টর হোসাইন পাঠান। তিনি এসময় উপস্থিত সকলকে চ্যানেল ৫২ পক্ষ থেকে স্বাগত জানিয়ে চ্যানেলের অনুষ্টানের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।
এছাড়াও অনুষ্টানে বিভিন্ন অফিসিয়াল ব্যাক্তত্ব সহ বিভিন্ন বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
চ্যানেল ৫২ নিয়ে চ্যানেলের সিইও এনাম চৌধুরী বলেন চ্যানেল টি দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক, ধর্মীয় সহ বিভিন্ন অনুষ্টান করে আসছে। এতে দর্শক জনপ্রিয়তা পেয়েছে। এখন আমরা আনুষ্টানিক ভাবে যাত্র শুরু করলাম। দর্শক চাহিদা পূরণে ভাল অনুষ্টান প্রচারে সচেষ্ট থাকব। তিনি জানান, শুধু বাংলাদেশী কমিউিনিটি নয় এদেশেরও রাজনৈতিক ও সামাজিক অনুষ্টান নিয়ে কাজ করবো। এনাম চৌধুরী চ্যানেলটির অগ্রযাত্রায় সহায়াতা করতে সকলের সহযোগীতা কামনা করেন।