1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
বিএনপি'র ৩১ দফা কর্মসূচির প্রচারনা চালাতে দিনভর বিশ্বম্ভপুর উপজেলার বিভিন্ন স্হানে গণসংযোগ ও লিফলেট বিতরণ - Voice of New Jersey
লিড নিউজ

বিএনপি’র ৩১ দফা কর্মসূচির প্রচারনা চালাতে দিনভর বিশ্বম্ভপুর উপজেলার বিভিন্ন স্হানে গণসংযোগ ও লিফলেট বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৭ বার দেখা হয়েছে

লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন , বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এবং সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সফল সাধারণ সম্পাদক ও বর্তমান সুনামগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সুনামগঞ্জ-০৪ ( সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ।

মঙ্গলবার (৫জুলাই) বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে বিশ্বম্ভপুর উপজেলার পলাশ ইউনিয়ন, ধনপুর ইউনিয়ন, দক্ষীণ বাদাঘাট ইউনিয়ন এবং সলুকাবাদ ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে তিনি ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল দিনব্যাপী বিশ্বম্ভপুর উপজেলার পলাশ ইউনিয়ন, ধনপুর ইউনিয়ন, দক্ষীণ বাদাঘাট ইউনিয়ন এবং সলুকাবাদ ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং তাদের সঙ্গে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় তিনি জনগণের মাঝে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং এই ৩১ দফার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, এডিশনাল পিপি এডভোকেট শেরেনুর আলী, আকবর আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, ফুল মিয়া, সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু, জেলা যুবদল নেতা কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুনাজ্জির হোসেন ,আকবর আলী,যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ও শ্রমিক নেতা সোহেল আহমদ, মমিনুল হক কালারচান,সুহেল মিয়া, আজিজুর রহমান সৌরভ, সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT