চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ২ হাজার ৮৬৯ জন পরীক্ষার্থী। আগামী ২৬ জুন থেকে সারা দেশে একযোগে এ পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
এরই মধ্যে করোনার কারণে স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় পরীক্ষা পেছানোর দাবিতে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছে ২৮ জন এইচএসসি পরীক্ষার্থী।
রোববার দুপুর ১টার দিকে শিক্ষা বোর্ডের সামনে প্রায় আধাঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। এ সময় তাদের ‘সুরক্ষা না পরীক্ষা, সুরক্ষা সুরক্ষা’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।পরে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে দেখা করে এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোর দাবি জানায় তারা।
পরীক্ষা শুরু হওয়ার কয়েক দিন আগে করোনার দোহাই দিয়ে পরীক্ষা পেছানোর জন্য এমন বিক্ষোভকে অধিকাংশ শিক্ষার্থী এবং অভিভাবকরা অযৌক্তিক বলে মনে করছেন।
তারা বলছেন, পরীক্ষা পেছানো নয়, বরং গ্যাপ কমিয়ে দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষা শেষ করা প্রয়োজন।
অপরদিকে পরীক্ষায় অংশ নিতে গিয়ে করোনার কারণে জীবন হুমকির মুখে পড়তে পারে- এমন আশঙ্কা করছে কিছু পরীক্ষার্থী।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভে অংশ নেওয়া হাসিব আদনান নামে এক পরীক্ষার্থী বলেন, করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। তাই স্বাস্থ্য সুরক্ষার জন্য পরীক্ষা পেছানো দরকার। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা পরীক্ষা দিতে ইচ্ছুক। এ বিষয়গুলো আমরা শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে জানিয়েছি।
তবে চট্টগ্রাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী সোহেল আরমান বলেন, সারা বছর পড়ালেখা করে যেসব শিক্ষার্থী পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে, তারা কোনোভাবেই পরীক্ষা পেছানোর জন্য রাজি নয়। যারা পরীক্ষা পেছানোর জন্য বিক্ষোভ করছে, তারা অটোপাশের জন্য করছে। এই মুহূর্তে পরীক্ষা পেছালে প্রস্তুতি নষ্ট হয়ে যাবে।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ যুগান্তরকে বলেন, গত কয়েক দিন আগে ১২ জন পরীক্ষার্থী পরীক্ষা পেছানোর জন্য বোর্ডে এসেছিল। তারাসহ রোববার ২৮ জন পরীক্ষার্থী বোর্ডের সামনে এসে তাদের দাবিতে স্লোগান দিয়েছে। প্রকৃতপক্ষে পরীক্ষা পেছানোর মতো এখতিয়ার শিক্ষা বোর্ডের নেই। তাদের দাবি মন্ত্রণালয়ে জানিয়েছি। এ বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। তবে আমাদের কাছে অধিকাংশ শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত পরীক্ষা শেষ করার দাবিও জানিয়েছেন।