1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেফতার ২ - Voice of New Jersey
লিড নিউজ

প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৫৩ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

পারিবারিক বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় এক প্রবাসীর স্ত্রীকে গাছের সঙ্গে ৩ ঘণ্টার বেশি সময় ধরে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। এ সময় তার সন্তানদেরও মারধর করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতাররা হলেন- মঙ্গল মিয়া ও জয়নাল আবেদীন।

সোমবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারীর অভিযোগ- তার স্বামী দীর্ঘদিন ধরে সৌদিতে আছেন। তবে টাকার লেনদেন ও বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে ওই নারীর সঙ্গে প্রায়ই তার ভাসুরসহ শ্বশুরবাড়ির লোকজন বিরোধে জড়ায়। সোমবার বিকালে স্বামীর সঙ্গে ফোনে কথা বলার সময় দুই ভাসুর মঙ্গল মিয়া ও জয়নালসহ পরিবারের লোকজন তাকেসহ সন্তানদের মারধর করেন। একপর্যায়ে গাছের সঙ্গে বেঁধে রেখে চালানো হয় শারীরিক নির্যাতন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

শ্বশুরবাড়ির লোকজনদের দাবি ওই নারীর বেপরোয়া চলাচলে বাধা দেওয়ায় তার শ্বশুর মন্তাজ মিয়াকে মারধর করেন তিনি। এর জেরে এ ঘটনার সূত্রপাত হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT