স্পোর্টস ডেস্ক:যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকায় এই হামলায় এক রাতেই নিহত হয়েছেন চার শতাধিক ফিলিস্তিনি। যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। বর্বর এই হামলার পর ফিলিস্তিনিদের জন্য দোয়া চেয়েছেন বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরী।
আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্টোরিতে হামজা লেখেন, ‘ফিলিস্তিনের জন্য দোয়া করুন।’ ইমোজির মাধ্যমে দোয়া চাওয়ার পাশাপাশি তিনি বুঝিয়ে দেন, হৃদয় ভেঙে গেছে তার।
গত মঙ্গলবার ভোররাতে আকস্মিকভাবে গাজায় নির্বিচারে বোমা হামলা চালানো শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। পবিত্র রমজান মাস হওয়ায় অনেক লোক সেহরি খাচ্ছিলেন, তখনই গাজায় হামলা ও বিস্ফোরণ শুরু হয়। বর্বর এই হামলায় কমপক্ষে ৪০৪ জন নিহত, ৫৬২ জনেরও বেশি মানুষ আহত হয়। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজায় এটিই সবচেয়ে বড় বিমান হামলা।
প্রসঙ্গত, বাংলাদেশের জার্সিতে প্রথমবারের মাঠে নামতে হামজা চৌধুরী এখন ঢাকায়। কিছুদিন আগেই ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন শেফিল্ড ইউনাইটেডে খেলা এই তারকা। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে সেই ম্যাচেই মাঠে নামবেন হামজা।