1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
হিলি চেকপোস্টে এইচএমপিভি প্রতিরোধে মেডিকেল টিম - Voice of New Jersey

হিলি চেকপোস্টে এইচএমপিভি প্রতিরোধে মেডিকেল টিম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৩২ বার দেখা হয়েছে

দিনাজপুর প্রতিনিধি:হিউম্যান মেটানিউমোভাইরাস সংক্ষেপে এইচএমপিভি ভাইরাস প্রতিরোধে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে কাজ শুরু করেছে স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর সোমবার সকাল থেকে উপজেলা হাসপাতালের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে টিম কার্যক্রম শুরু করে।

ভারত থেকে আসা বাংলাদেশি যাত্রীরা জানান, মেডিকেল টিমের কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তারা। এই ধারা অব্যাহত থাকলে এইচেএমপিসহ সব ধরণের ভাইরাস মোকাবেলা করতে সহজ হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ জানান, ভাইরাসটি প্রতিরোধে পাসপোর্টধারী যাত্রীদের মাস্ক ব্যবহার ও হ্যান্ড স্যানিটাইজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। কারও যদি সর্দি-জ্বর, নাক বন্ধ, কাশি, গলাব্যথা লক্ষণ দেখা দেয় তাহলে তাকে প্রাথমিক চিকিৎসাসহ পরামর্শ দেওয়া হচ্ছে। যদি কেউ বেশি অসুস্থ হয়, তাহলে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।

চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, সোমবার সকাল থেকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম ইমিগ্রেশন চেকপোস্টে স্বাস্থ্য পরীক্ষার কাজ করছে। সবাইকে মাস্ক পরার জন্য বলেছি। মাস্ক না ব্যবহার করলে কেউ ইমিগ্রেশন চেকপোস্টের ভেতরে প্রবেশ করতে পারবেন না।

উল্লেখ্য, ভারত-বাংলাদেশ সহ বিশ্বে নতুন করে এইচএমপি ভাইরাস ছড়িয়ে পড়ায় হিলি চেকপোস্টে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT