1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
ঢাকায় ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত হয়ে এলেন ট্রেসি অ্যান - Voice of New Jersey
লিড নিউজ
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ঐকমত্য কমিশন ও রাজনৈতিক নেতাদের বৈঠক বাংলাদেশের পাশে থাকার ঘোষণা জাতিসংঘ মহাসচিবের ইসরায়েলি নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় ৮০ হাজার মুসল্লির নামাজ আদায় দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করল যুক্তরাষ্ট্র পাকিস্তানসহ ৪৩টি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের সিপিবি কার্যালয়ের সামনে সতর্ক পুলিশ আত্রাইয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে বিএনপি’র কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত আত্রাইয়ে শাহাগোলা ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি সাইট পরিদর্শন প্রধান উপদেষ্টার
শিরোনামঃ
কুলাউড়া এসোসিয়েশন অব নিউজার্সি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ঐকমত্য কমিশন ও রাজনৈতিক নেতাদের বৈঠক বাংলাদেশের পাশে থাকার ঘোষণা জাতিসংঘ মহাসচিবের ইসরায়েলি নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় ৮০ হাজার মুসল্লির নামাজ আদায় দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করল যুক্তরাষ্ট্র পাকিস্তানসহ ৪৩টি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের সিপিবি কার্যালয়ের সামনে সতর্ক পুলিশ আত্রাইয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম বিওয়াইসিএফ চট্টগ্রাম জেলার ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে বিএনপি’র কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকায় ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত হয়ে এলেন ট্রেসি অ্যান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২৭ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:ঢাকাস্থ মার্কিন দূতাবাসে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে যোগ দিলেন ট্রেসি অ্যান জ্যাকবসন। আজ শনিবার মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাড ইন্টেরিম হিসেবে যোগ দিয়েছেন তিনি।

আজ ট্রেসি অ্যানকে স্বাগত জানিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, ‘বাংলাদেশে আমাদের নতুন অন্তর্বর্তীকালীন চার্জ দ্যা অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনকে স্বাগত জানাতে পেরে আমরা উচ্ছ্বসিত। কূটনীতিতে ব্যাপক অভিজ্ঞতাসম্পন্ন, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও কসোভোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকারী এবং শক্তিশালী আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ রাষ্ট্রদূত জ্যাকবসন নিষ্ঠা ও দূরদর্শিতার সঙ্গে ঢাকা মিশনের নেতৃত্ব দেওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।’

এর আগে গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্কিন দূতাবাস জানায়, ট্রেসি অ্যান সর্বশেষ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে নিকটপ্রাচ্যবিষয়ক ব্যুরোতে ঊর্ধ্বতন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তার আগে তিনি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যুক্তরাষ্ট্র দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাড ইন্টেরিম হিসেবে দায়িত্ব পালন করেন। লাটভিয়ার রিগায় যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাম্বাসেডরও ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের স্কুল অব প্রফেশনাল অ্যান্ড এরিয়া স্টাডিজের ডিন এবং ন্যাশনাল ফরেন অ্যাফেয়ার্স ট্রেনিং সেন্টারের উপপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন ট্রেসি অ্যান।

মূলত, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে বেইজিংয়ে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ডেভিড স্লেটন মিলকে মনোনীত করেছিলেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। বিদায়ী রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হওয়ার কথা ছিল তার। তবে যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, রাষ্ট্রদূতের দায়িত্ব পাওয়ার আগে প্রেসিডেন্ট মনোনীত প্রার্থীকে সিনেটের শুনানিতে অংশ নিতে হয়। সেই শুনানি না হওয়ায় শেষ পর্যন্ত ডেভিড মিল ঢাকাস্থ মার্কিন দূতাবাসের দায়িত্ব নিতে পারেননি। আর এ কারণে আনুষ্ঠানিকভাবে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত ট্রেসি অ্যান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT