অনলাইন ডেস্ক :রাশিয়ার পারমাণবিক জ্বালানির বৃহত্তম আমদানিকারক হতে চলেছে চীন। চলতি বছরের দশ মাসে দেশটি রাশিয়া থেকে ৮৪ কোটি ৯০ লাখ ডলারের সমৃদ্ধ ইউরেনিয়াম কিনেছে যা গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ২ গুণ বেড়েছে। খবর টিআরের।
রাশিয়ার বার্তা সংস্থা রিয়া নভোস্তির বিশ্লেষণ করা কাস্টমস ডেটা অনুসারে, শুধুমাত্র অক্টোবর মাসেই সমৃদ্ধ ইউরেনিয়ামের আমদানি সেপ্টেম্বর থেকে দ্বিগুণ হয়ে ২১ কোটি ৬০ লাখ ডলারে পৌঁছেছে।
রাশিয়ার ওপর ওয়াশিংটনের নানামুখী বিধিনিষেধ ও বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের প্রতিশোধ হিসেবে আমেরিকার কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম রপ্তানি নিষিদ্ধ করে মস্কো। এই সুযোগ নিয়ে চীন এখন রুশ পারমাণবিক জ্বালানির বড় ক্রেতা হতে চলেছে।
একই সময়ে দক্ষিণ কোরিয়া রাশিয়া থেকে পরমাণু জ্বালানি কেনার পরিমাণ বাড়িয়ে ৬৫ কোটি ডলারে নিয়েছে। দেশটি বর্তমানে রাশিয়া থেকে দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক জ্বালানি আমদানিকারক হয়ে উঠেছে। আমেরিকা গত বছর রাশিয়ার সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রধান গ্রাহক ছিল। কিন্তু তারা এখন তৃতীয় স্থানে নেমে গেছে।
সূত্র : পার্সটুডে।
Leave a Reply