1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
যমুনা ফিউচার পার্ক বন্ধ ঘোষণা, ব্যবসায়ীদের সড়ক অবরোধ - Voice of New Jersey

যমুনা ফিউচার পার্ক বন্ধ ঘোষণা, ব্যবসায়ীদের সড়ক অবরোধ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৩৪ বার দেখা হয়েছে

ঢাকা: রাজধানীর শপিংমল যমুনা ফিউচার পার্কে চুরির ঘটনায় কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো বন্ধ ঘোষণা করার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন ব্যবসায়ীরা।

শনিবার দুপুর ১২টা থেকে প্রায় আধাঘণ্টা যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করে রাখেন তারা। এতে করে সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়তে হয়েছে যানবাহনের চালক ও যাত্রীদের।

পরে অবশ্য দুপুর ১টা ২০ মিনিটের দিকে ব্যবসায়ীরা রাস্তা থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, দুপুরের দিকে যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করেন দোকান মালিক ও শ্রমিকরা। শুধুমাত্র শপিংমলটির সামনের সড়ক তারা অবরোধ করেছেন। আধাঘণ্টা অবরোধের পর সড়ক থেকে সরে যান তারা।

ঘটনাস্থলে দায়িত্বরত ভাটারা থানার এসআই মো. আব্দুল কাদের জানান, যমুনা ফিউচার পার্কের মোবাইলের শো-রুমে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মার্কেট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি উল্টো যমুনা ফিউচার পার্ক বন্ধ ঘোষণা করেন। এতে দোকান মালিক ও শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করেন। তারা বেশিক্ষণ সড়ক অবরোধ করে রাখেননি।

দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত সড়ক অবরোধ করে রেখে তারা সরে যান। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT