বিনোদন ডেস্ক
কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশ উত্তাল। সাধারণ ছাত্র-ছাত্রীদের এই আন্দোলনে হামলা করেছে ছাত্রলীগ ও পুলিশ। তাদের হামলায় এ পর্যন্ত ১০জন মারা গেছেন। আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন অসংখ্য।
বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীদের এই কোটা সংস্কারের আন্দোলনের খবর পৌঁছে গেছে আন্তর্জাতিক মিডিয়ায়। বিষয়টি নজর কেড়েছে ভারতের অভিনেত্রীদেরও।
এ বিষয়ে ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনয়শিল্পী স্বস্তিকা মুখার্জী, গায়ক কবির সুমন ও অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জি। বাংলাদেশে চলমান এ পরিস্থিতিতে সাধারণ ছাত্রদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়ালেন কলকাতার নায়িকা দর্শনা বণিক।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগের মাধ্যমে দর্শনা বণিককে রক্তদাতাদের একটি লম্বা তালিকা প্রকাশ করতে দেখা যায়। এক ফেসবুক পোস্টে রক্তদাতাদের বিস্তারিত তথ্য তুলে নায়িকা লিখেছেন, ‘আন্দোলনকারীদের জন্য যদি রক্তের প্রয়োজন হয় যোগাযোগ করবেন।’ ব্রাকেটে উল্লেখ করে দেন ‘শুধুমাত্র ঢাকার জন্য।’