শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -১.৫৩°সে

দশম ওয়েজ বোর্ড গঠনে অযৌক্তিক বিলম্বে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের উদ্বেগ

অনলাইন ডেস্ক :
সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ নেতৃবৃন্দ দশম ওয়েজ বোর্ড গঠনে অযৌক্তিক বিলম্বের কারণে গভীর উদ্বেগ ও শংকা প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ বলেন, ‘প্রধানমন্ত্রী গত বছর নভেম্বর মাসের ২ তারিখ বিএফইউজে’র সম্মেলনে দশম ওয়েজ বোর্ড গঠনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে নির্দেশ দেন। পরে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও এ ব্যাপারে প্রতিশ্রুতি দেয়া হয়। কিন্তু রহস্যজনক কারণে তা এখনো হয়নি বিধায় নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে গভীর শংকা প্রকাশ করেন।’
জাতীয় প্রেসক্লাবে আজ বৃহস্পতিবার পরিষদ আয়োজিত সভায় নেতৃবৃন্দ টেলিভিশন, অনলাইন ও রেডিওসহ সকল ইলেক্ট্রনিক মিডিয়ায় অভিন্ন বেতন কাঠামো প্রদান এবং নবম ওয়েজ বোর্ড রোয়েদাদের বকেয়া পরিশোধের জন্য মালিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বিএফইউজে সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গণমাধ্যমের বিভিন্ন অনিয়ম অসঙ্গতি এবং দাবি নিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, কর্মচারী ফেডারেশনের নেতা মতিউর রহমান তালুকদার, খায়রুল ইসলাম, শ্রমিক ফেডারেশন নেতা আলমগীর হোসেন, মোশতাক আহমদ, তানভীর হোসেন ও নির্বাহী পরিষদ সদস্য নূরে জান্নাত আখতার সীমা।
সভায় সভাপতি কর্মসূচীর অংশ হিসেবে দশম ওয়েজ বোর্ড ঘোষণার দাবিতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সাথে নেতৃবৃন্দের সাক্ষাৎ এবং সভা-সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত-১৪
আমরা আল্লাহর ওপরে ভরসা করি, হাসিনার ভরসা ভারত: দুলু
১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ঢাকায় রাহাত ফতেহ আলী খান, মঞ্চ মাতাবেন রাতে
পলাশবাড়ীতে ৫ গ্রামের মানুষের একমাত্র ভরসা বাঁশের সাঁকো

আরও খবর