রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৬.৮৭°সে
সর্বশেষ:
নিউজার্সিতে বাংলাদেশি বংশোদ্ভূত ফাবিহা কৃতিত্বের সহিত নার্সিং গ্রাজুয়েশন সম্পন্ন সুপ্রিম কোর্টে শুনানিকালে আইনজীবীদের কালো গাউন পড়তে হবে সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী বর্তমান সরকার নাগরিক সুবিধা সম্পন্ন টেকসই নগরায়নে বদ্ধপরিকর : স্থানীয় সরকার মন্ত্রী টেক্সাসে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে রয়েছে : আইজিপি আফগানিস্তানে বন্দুকধারীদের হামলায় তিন স্পেনীয়সহ নিহত ৪ ফ্রান্সে ইহুদি উপাসনালয়ে আগুন, অভিযুক্তকে গুলি করে হত্যা ফ্রান্সে ইহুদি উপাসনালয়ে আগুন, অভিযুক্তকে গুলি করে হত্যা রাবিতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীকে শিবির আখ্যা দিয়ে হত্যা হুমকির অভিযোগ ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার (কুস্তি) ১১৫তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। বৃহস্পতিবার বিকালে লালদীঘির মাঠে হাজারো দর্শকের সামনে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে তিনি একই জেলার মোহাম্মদ রাশেদ বলীকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেন।যথারীতি রাশেদকে রানার্সআপ ঘোষণা করেন বিচারক। এবারের আসরে তৃতীয় স্থান অর্জন করেছেন খাগড়াছড়ির বলী সৃজন চাকমা।

বিকাল ৪টায় বলীখলা শুরু হলেও দুপুরের পর থেকেই নারী-পুরুষ, শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ লালদীঘির মাঠে আসতে শুরু করেন। ফলে খেলা শুরুর আগেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিকাল ৪টা ২০ মিনিটে খেলা শুরু হয়। প্রথম রাউন্ডে প্রায় ৮০ জন বলী অংশ নেন। এরপর শুরু হয় চ্যালেঞ্জিং রাউন্ড। খেলা শেষে চ্যাম্পিয়ন বাঘা শরীফের হাতে ট্রফি ও সম্মাননা তুলে দেন অতিথিরা।

এর আগে বেলুন উড়িয়ে বলীখেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের সংসদ-সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন বলীখেলার স্পন্সর প্রতিষ্ঠান এনএইচটি স্পোর্টস কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীর ও সিএমপির উপকমিশনার মোস্তাফিজুর রহমান। আয়োজক কমিটির সভাপতি ও ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। খেলা পরিচালনা করেন আয়োজক কমিটির সহসভাপতি সাংবাদিক চৌধুরী ফরিদ।

জব্বারের বলীখেলায় ১১৪তম আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন কুমিল্লার শাহজালাল বলী। কিন্তু এবার তিনি খেলায় অংশ নেননি। নিজের দুই শিষ্যকে সুযোগ করে দিতেই তার এই ত্যাগ বলে দাবি করেন তিনি। তার দুই শিষ্যের একজন বাঘা শরীফ চ্যাম্পিয়ন এবং রাশেদ রানার্সআপ হয়ে শাহজালালের ত্যাগের মর্যাদা রেখেছেন। চ্যাম্পিয়ন হিসাবে বাঘা শরীফের হাতে সম্মাননার ৩০ হাজার টাকা ও ট্রফি তুলে দেন প্রধান অতিথি। রানার্সআপ হিসাবে রাশেদকে দেওয়া হয় ২০ হাজার টাকা ও ট্রফি।

বলীখেলা উপলক্ষ্যে বুধবার থেকে বৈশাখী মেলা শুরু হয়েছে। আজ এ মেলা শেষ হবে। সরেজমিন দেখা যায়, কোতোয়ালি মোড় থেকে আন্দরকিল্লা মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় মেলা চলছে। বিভিন্ন ব্যবসায়ী অস্থায়ী দোকান বসিয়ে গৃহস্থালি ও রান্নাঘরের বাসন, মৃৎশিল্প, খেলনা, মিষ্টি, ঝাড়ু, পাটি, আসবাবপত্র এবং কাঠ ও বাঁশের তৈরি বিভিন্ন জিনিস বিক্রি করেন।

ব্রিটিশবিরোধী আন্দোলনে দেশের যুবকদের সংগঠিত করতে ১৯০৯ সালে চট্টগ্রামের বকশিরহাটের ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর চালু করেছিলেন এই কুস্তি প্রতিযোগিতা। প্রতিবছর ১২ বৈশাখ চট্টগ্রামের লালদীঘি ময়দানে এই খেলা অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নিউজার্সিতে বাংলাদেশি বংশোদ্ভূত ফাবিহা কৃতিত্বের সহিত নার্সিং গ্রাজুয়েশন সম্পন্ন
সুপ্রিম কোর্টে শুনানিকালে আইনজীবীদের কালো গাউন পড়তে হবে
সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী
কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী
বর্তমান সরকার নাগরিক সুবিধা সম্পন্ন টেকসই নগরায়নে বদ্ধপরিকর : স্থানীয় সরকার মন্ত্রী
টেক্সাসে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে

আরও খবর