নিউজার্সি প্রতিবেদক:
নারীর সম-অধিকার প্রতিষ্ঠায় ১৯১৪ সাল থেকে বিভিন্ন দেশ দিবসটি পালন করে আসছে। বরাবরের মতো এবারও আগামী ২৭ এপ্রিল ৯ম আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করবে নিউজার্সি প্যাটারসন বাসী। এ উপলক্ষ্যে ৯ম আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা প্রদান করা হবে বলে জানান আয়োজক কমিটি। অনুষ্ঠানটি হবে নিউজার্সি প্যাটারসনে ওয়েস্ট ব্রডওয়ে ৩৫১দ্য ব্রাউনস্টোনে।
জানা যায়,জাতিসংঘ ১৯৭৫ সালে আন্তর্জাতিক নারীবর্ষে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা শুরু করে। এর দুই বছর পর ১৯৭৭ সালে জাতিসংঘ দিনটিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়।নারী দিবস হচ্ছে- জাতিগত, গোষ্ঠীগত, ভাষাগত, সাংস্কৃতিক, অর্থনৈতিক কিংবা রাজনৈতিক সব ক্ষেত্রে বৈষম্যহীনভাবে নারীর অর্জনকে মর্যাদা দেয়ার দিন। এদিনে নারীরা তাদের অধিকার আদায়ের জন্য দীর্ঘ সংগ্রামের ইতিহাসকে স্বরণ করে এবং ভবিষ্যতের পথ পরিক্রমা নির্ধারণ করে, যাতে আগামী দিনগুলো নারীর জন্য আরও গৌরবময় হয়ে ওঠে।