রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪.৯৭°সে
সর্বশেষ:
নিউজার্সিতে বাংলাদেশি বংশোদ্ভূত ফাবিহা কৃতিত্বের সহিত নার্সিং গ্রাজুয়েশন সম্পন্ন সুপ্রিম কোর্টে শুনানিকালে আইনজীবীদের কালো গাউন পড়তে হবে সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী বর্তমান সরকার নাগরিক সুবিধা সম্পন্ন টেকসই নগরায়নে বদ্ধপরিকর : স্থানীয় সরকার মন্ত্রী টেক্সাসে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে রয়েছে : আইজিপি আফগানিস্তানে বন্দুকধারীদের হামলায় তিন স্পেনীয়সহ নিহত ৪ ফ্রান্সে ইহুদি উপাসনালয়ে আগুন, অভিযুক্তকে গুলি করে হত্যা ফ্রান্সে ইহুদি উপাসনালয়ে আগুন, অভিযুক্তকে গুলি করে হত্যা রাবিতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীকে শিবির আখ্যা দিয়ে হত্যা হুমকির অভিযোগ ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

ক্ষোভ থেকে ভোটাররা কেন্দ্রে আসতে চাচ্ছেন না: হিরো আলম

বগুড়া প্রতিনিধি:
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বলেছেন, এবার প্রার্থীদের প্রতি ক্ষোভ থেকে ভোটাররা ভোট কেন্দ্রে আসতে চাচ্ছেন না।বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন আলোচিত ইউটিউবার হিরো আলম।

এর আগে নির্বাচনি প্রচারণা শুরুর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়ে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর সঙ্গে সাক্ষাৎ করেন হিরো আলম।

হিরো আলম বাংলাদেশ কংগ্রেসের হয়ে ডাব প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। এবারের নির্বাচনে বগুড়া-৪ আসনে মোট পাঁচজন প্রতিদ্বন্দ্বী রয়েছেন।

হিরো আলম বলেন, ভোটাররা আমাকে বলছেন- গতবার তোমাকে ভোট দিলাম, কিন্তু পাশ করতে পারলা না। ভোটারদের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। আমাদের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন এবার তাদের প্রতি ভোটারদের ক্ষোভ জন্মেছে। আমাদের আসনের এক প্রার্থীর ওপর রাগ থেকে আক্রমণ করেছেন ভোটাররা। তারা ভোটকেন্দ্রে আসতে চাচ্ছেন না।

পুলিশের সঙ্গে কথা বলে সন্তুষ্ট কিনা- জানতে চাইলে হিরো আলম বলেন, এটা তো ঠিক- পুলিশ জনগণের বন্ধু। পুলিশ সুপারের সঙ্গে আজকে প্রথম দেখা। তাকে দেখে মনে হয়েছে সত্যিই তিনি দেশের ভালো চান। সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, প্রার্থীরা যেমন ভোটের আগে অনেক আশ্বাস দেন; কিন্তু ভোটের পর তাদের আর খুঁজে পাওয়া যায় না। তেমনি নির্বাচনের সময় প্রার্থীদের পাশে থাকার অনেক আশ্বাস দেয় পুলিশ; কিন্তু ভোটের দিন যদি খুঁজে না পাই তখন অনেক কষ্ট লাগে। আমরা যেন ভোটের দিন তাদের খুঁজে পাই এজন্য স্যারের (পুলিশ সুপার) কাছে এসেছি।

মনোনয়ন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়ে আবার নির্বাচনে থাকলেন কেন- এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, অনেকে বলেছেন টাকা খেয়ে হিরো আলম নির্বাচন থেকে সরে যাচ্ছে; কিন্তু হিরো আলম কারও কাছে টাকা খেয়ে নির্বাচন থেকে সরে যাচ্ছে না। নির্বাচনে অনেকে ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করেন; কিন্তু কেউ যেন ফাঁকা মাঠে গোল দিতে না পারেন এজন্যই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।

ঢাকায় ডিবিপ্রধান হারুন অর রশিদের সঙ্গে সাক্ষাতের পর বগুড়ায় পুলিশ সুপারের কাছে আসার কারণ জানতে চাইলে হিরো আলম বলেন, ঢাকার সাবজেক্ট ঢাকায়। বগুড়ার মধ্যে বগুড়ার স্যার আমাদের। সেই কারণে তার দোয়া-আশীবার্দ দরকার আছে। এখানে কিছু হলে হারুন স্যার বাঁচাবেন না।

বগুড়ার পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, নির্বাচন কমিশন আমাদের সরাসরি নির্দেশ দিয়েছে- বগুড়ায় ৫৪ জন প্রার্থী রয়েছেন। তারা যে দলের হোক বা স্বতন্ত্র প্রার্থী হোক না কেন- নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড যেন ঠিক থাকে। প্রার্থী আশরাফুল হোসেন আজকে আমাদের এখানে এসেছেন। তিনি চান নির্বাচনি আচরণবিধি মেনে যে ধরনের গণসংযোগ করা যায় সেসব কাজ তিনি নির্বিঘ্নে করতে চান। আর এ কাজে পুলিশের সহযোগিতা চান। আমরা যেটা বলতে চাই- সব প্রার্থী তাদের আচরণবিধির মধ্যে নির্বাচনি প্রচারণাকে সমর্থন করি। ভোটারদের সম্পৃক্ত করার মধ্য দিয়ে চমৎকার একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।

চলতি বছর বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন হিরো আলম। তবে দুটি আসনেই পরাজয় হয় তার। পরবর্তীতে চলতি বছরের ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে অংশ নিয়েও পরাজিত হন তিনি। হারান জামানত।

এর আগেও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন হিরো আলম। যদিও পরে ‘অনিয়মের’ অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নিউজার্সিতে বাংলাদেশি বংশোদ্ভূত ফাবিহা কৃতিত্বের সহিত নার্সিং গ্রাজুয়েশন সম্পন্ন
সুপ্রিম কোর্টে শুনানিকালে আইনজীবীদের কালো গাউন পড়তে হবে
সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী
কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী
বর্তমান সরকার নাগরিক সুবিধা সম্পন্ন টেকসই নগরায়নে বদ্ধপরিকর : স্থানীয় সরকার মন্ত্রী
টেক্সাসে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে

আরও খবর