বিশেষ প্রতিনিধি:
আমেরিকা প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের পবিত্র হজ্জ ও উমরাহ হজ্জ আদায়ের সুব্যবস্থা পালনের মহত উদ্দেশ্যে তামান্না ইন্টারন্যাশনাল ট্যুরস এন্ড ট্রাভেলস একটি মতবিনিময় সভার আয়োজন করে। শনিবার প্যাটারসন শুকরিয়া সুপার মার্কেট এর হলে হজ্জ সংক্রান্ত এ মতবিনিময় সভায় প্যাটারসনে প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
তামান্না ট্যুরস এন্ড ট্রাভেলস পবিত্র হজ্জ যেতে ইচ্ছুক আবেদনকারীদের জন্য সর্বনিম্ন খরচে সুন্দর মনোরম পরিবেশে থাকা খাওয়া ব্যবস্থা সহ পবিত্র হজ্জ পালনে দিক নির্দেশনা প্রদান করে।
মতবিনিময় সভায় তামান্না ট্যুরস এন্ড ট্রাভেলস সিইও মামুনুর রশিদ মামুন প্রধান বক্তা হিসেবে উপস্থিত প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এছাড়াও প্যাটারসন সিটির কাউন্সিলম্যান এটলার্জ ফরিদ উদ্দিন, কাউন্সিল ম্যান শাহিন খালিক এবং প্যাটারসন সিটির ২নং ওয়ার্ডের কাউন্সিল ম্যান পদপ্রার্থী আহায়া খান উপস্থিত ছিলেন।
তামান্না ট্যুরস এন্ড ট্রাভেলস তাদের উত্তর আমেরিকায় প্রতিনিধি হিসেবে হানিফ মাহমুদ ও নাজিম উদ্দীন এর সাথে পবিত্র হজ্জ ও উমরাহ হজ্জে যেতে আবেদন কারীদের যোগাযোগ করার বিনীত অনুরোধ করেন।