শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -২.৩৫°সে

সৌদিতে হৃদরোগে ৩ বাংলাদেশির মৃত্যু

খলিল চৌধুরী,সৌদি আরব

সৌদি আরবের মক্কা ও মদিনায় হৃদরোগে আক্রান্ত হয়ে ৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, গত সোমবার নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন আবুল কাসেম (৫৮)। পরে তাকে মক্কার একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তিনি মারা যান। আবুল কাসেমের গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন ৮ নম্বর ঢেমশা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডে।

এ দিকে, হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় মারা যান মুহাম্মদ এহেসানুল হক কামাল (৫৫) নামের এক বাংলাদেশি। পরে প্রতিবেশি প্রবাসীরা তাকে দ্রুত মদিনা মনোয়ারা একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

অন্যদিকে, মদিনা প্রবাসী খায়ের আহমদ (৩৬) নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন পুঠিবিলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গৌরস্থান লাকড়ি পাড়ার বাসিন্দা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সিডনিতে বাংলাদেশি তরুণীকে হত্যায় স্বামীর সাড়ে ২১ বছর দণ্ড
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন
বহুমত ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে: তারেক রহমান
ইসকনকে ‘জঙ্গি সংগঠন’ বললেন প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা
লেবানন থেকে ফিরলেন আরও ৮২ বাংলাদেশি
নিউইয়র্কে ‘বাংলাদেশ সোসাইটি’র বিজয় উৎসবে সামগ্রিক কল্যাণে ঐক্যবদ্ধ থাকার সংকল্প

আরও খবর