রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -১.৫৬°সে

এবার পিটিআইয়ের প্রেসিডেন্ট গ্রেফতার

অনলাইন ডেস্ক :
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রেসিডেন্ট পারভেজ এলাহীকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা।

বৃহস্পতিবার লাহোরে পারভেজ এলাহীর বাসভবনের বাইরে থেকে দুর্নীতিবিরোধী সংস্থার কর্মকর্তারা তাকে গ্রেফতার করেছেন। খবর জিও নিউজের।

এলাহীর মুখপাত্র পিটিআইয়ের এই নেতাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত সপ্তাহে শারীরিক সমস্যার কথা জানিয়ে আদালতে হাজির না হওয়ায় দেশটির দুর্নীতিবিরোধী আদালত তার অন্তর্বর্তীকালীন জামিন বাতিল করে। তার পরই তাকে গ্রেফতারের এ ঘটনা ঘটেছে।

পাকিস্তানের গুজরাট জেলার জন্য বরাদ্দকৃত উন্নয়ন তহবিল থেকে ৭ কোটি রুপি আত্মসাতের এক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। দেশটির দুর্নীতি দমন আদালতের বিচারক এলাহীর বুকে ব্যথা অনুভব করার দাবি করে জমা দেওয়া মেডিকেল সার্টিফিকেটকে ভুয়া বলে ঘোষণা করেছে।

জিও নিউজের সঙ্গে আলাপকালে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী আমির মীর বলেন, দুর্নীতিবিরোধী পুলিশ দুর্নীতির এক মামলায় এলাহীকে খুঁজছিল। তিনি বলেন, নিজের বাসভবন থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশ পিটিআইয়ের এই প্রেসিডেন্টের গাড়ি আটক করে এবং তাকে হেফাজতে নেয়।

মন্ত্রী আরও বলেন, গ্রেফতারের সময় দলটির নেতাকর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করেছে। তার পরও পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

রাখাইনে গুরুত্বপূর্ণ সেনা দপ্তর দখল করলো আরাকান আর্মি
দ্য ইকোনমিস্টের চোখে বর্ষসেরা দেশ বাংলাদেশ
সিডনিতে বাংলাদেশি তরুণীকে হত্যায় স্বামীর সাড়ে ২১ বছর দণ্ড
ট্রাম্পের সঙ্গে যেকোনো সময় দেখা করতে প্রস্তুত পুতিন
মুম্বাই উপকূলে লঞ্চে স্পিডবোটের ধাক্কা, নিহত ১৩
ক্রেতার আগুনে পুড়লো রেস্তোরাঁ, নিহত ১১

আরও খবর