প্রেস বিজ্ঞপ্তি:
যুক্তরাষ্ট্রের নিউজার্সি পেটারসনের নিবাসী এবং সুনামগঞ্জ জেলা শহরের ওয়েজখালির বাসিন্দা এবি এম ফুরকান ( এডভোকেট এববিএম জাফরান কুসুমের বড় ভাই) যুক্তরাষ্ট্রের সময় ৩১ মে ২০২৩ বুধবার দুপুরে নিউজার্সির পেটারসন st. Joseph hospital এ ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা নামাজের সময় পরবর্তীতে জনানো হবে। ম
রহম এবিএম ফুরকান সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতি নিউজার্সি ইনক এর প্রতিষ্ঠাতা ছিলেন।