ইমরান মোল্লা,খুলনা:
আজ ২৮ মে রবিবার দুপুর ১২ টায় সময় আইডিবি ভবন, খালিশপুর, খুলনায় আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার নিমিত্তে আইন-শৃঙ্খলা রক্ষার্থে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা।
প্রার্থী ও ভোটারদের সাথে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ (খালিশপুর থানা) শেখ মুনীর-উল গীয়াস।