![](https://voiceofnewjersey.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে স্থানীয় এক জেলের জালে ২৭ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। পরে কেজি দরে মাছটি ৪৯ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। শনিবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের উজানে খলিল হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জানা গেছে, খলিল হালদার মাছটি বিক্রির জন্য ফেরিঘাটের কয়েকজন মাছ ব্যবসায়ীর সাথে মুঠোফোনে যোগাযোগ করেন। পরে ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী শাহাজাহানের কাছে ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে ৪৫ হাজার ৩৭৫ টাকায় মাছটি বিক্রি করেন।
দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, পদ্মায় অনেক মাছ জেলেরা সরাসরি আমাদের কাছে বিক্রি করেন। শনিবার সকালে পদ্মার বড় একটি কাতল ৪৫ হাজার ৩৭৫ টাকা দিয়ে ক্রয় করেছি। দেশের বিভিন্ন স্থানে মোবাইলে যোগাযোগ করে মাছটি ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ৪৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছি।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহরিয়ার জামান বলেন, পদ্মায় এখন পানি বৃদ্ধি পাচ্ছে। এখন থেকে বেশ কিছুদিন পদ্মায় বড় মাছ পাওয়া যাবে।