1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
৪৪তম বিসিএসের ভাইভা শুরু ২২ ডিসেম্বর - Voice of New Jersey
লিড নিউজ
শিরোনামঃ
বিএনপির চেয়ারপার্সনের রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানে সুস্থতা চেয়ে সুনামগঞ্জে শতাধিক এতিম শিশুর মাঝে ঈদের নতুন জামাকাপড় তুলে দেন এড. নুরুল ইসলাম নুরুল ফিলিস্তিনিদের রক্তাক্ত ঈদ, ইসরাইলি বোমা হামলায় নিহত ২০ ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, আরোহীদের সবাই নিহত রমজানে মক্কা-মদিনায় ওমরা করেছেন প্রায় ১২ কোটি ২৩ লাখ মুসল্লি ময়মনসিংহে ট্রাপচাপায় দুই বোনসহ নিহত ৪ সুনামগঞ্জের জামালগঞ্জে বৌলাই নদীতে নৌকাডুবি নিহত-৪ আহত-১০ ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, একসঙ্গে ৩ ভাইয়ের মৃত্যু ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস

৪৪তম বিসিএসের ভাইভা শুরু ২২ ডিসেম্বর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
নতুন করে ফল প্রকাশ করা ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একাংশের ভাইভা শুরু হবে আগামী ২২ ডিসেম্বর।কারিগরি ও পেশাগত ক্যাডারের পদগুলোর প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে আগে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ৫৪৪ জনের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার সন্ধ্যায় কমিশনের ওয়েবসাইটে এ সূচি প্রকাশ করা হয়েছে।কমিশনের জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান বলেন, শুরুতে কারিগরি ও পেশাগত ক্যাডারের পদগুলোর মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

এ বিষয়ে পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষার সময়সূচি কমিশনের (www.bpsc.gov.bd) ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা পরে জানিয়ে দেবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।২০২১ সালে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল। বেশ কিছু শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার পর গত ১৮ নভেম্বর তা বাতিল করা হয়।

মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল ২০২৪ সালের ৮ মে। মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে প্রথম দফায় এবং সরকার পতনের পর ২৫ অগাস্ট দ্বিতীয় দফায় তা স্থগিত করা হয়।

আগে ৩ হাজার ৯৩০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। এতে মোট ১১ হাজার ৭৩২ জনের অংশ নেওয়ার কথা ছিল। পরে ‘ন্যায্যতা বজায় রাখতে প্রার্থীদের করা আবেদনের প্রেক্ষিতে’ এ পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয় নবগঠিত পিএসসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT