1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
২৬ রানে ৫ উইকেট হারিয়েও বাংলাদেশের রানের পাহাড় - Voice of New Jersey
লিড নিউজ

২৬ রানে ৫ উইকেট হারিয়েও বাংলাদেশের রানের পাহাড়

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৮ বার দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক:শ্রীলংকা ও বাংলাদেশের মধ্যকার গল টেস্টের দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ ছিল খেলা। এরপর কিছুক্ষণ ভালো খেললেও হঠাৎ করেই খেই হারায় টাইগাররা। ২৬ রানের মধ্যেই হারিয়ে বসে ৫ উইকেট। তবে প্রথম দেড় দিনের দৃঢ়তায় রানের পাহাড়ই গড়েছে বাংলাদেশ।

৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম দিনে ৪৫ রানের মধ্যে সাদমান ইসলাম, এনামুল হক বিজয় ও মুমিনুল হককে হারানোর পর আর কাউকে না হারিয়ে ২৯২ রান তুলে দিন শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় দিনের শুরুতে শান্তকে হারালেও মুশফিকুর রহিম ও লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে চার শ পার করে টাইগাররা। এরপর দলীয় ৪২৩ রানে নামে বৃষ্টি।

বৃষ্টি থামলে আড়াই ঘণ্টা পর শুরু হয় খেলা। ৩০৯ থেকে দলের রান ৪৫৮ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন মুশফিক-লিটন। আজ বুধবারের শেষ বিকেলে এরপরই শুরু হয় মড়ক। ৪৫৮ রানেই ফেরেন লিটন ও মুশফিক। এরপর একে একে বিদায় নেন জাকের আলী, তাইজুল ইসলাম আর নাঈম হাসান। কোনো রান না করে অপরাজিত আছেন নাহিদ রানা ও হাসান মাহমুদ। আজ আলোকস্বল্পতার কারণে আগেভাগেই শেষ হয়েছে খেলা। তাই আগামীকাল নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে ম্যাচ শুরু হবে।

গল টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি নিশ্চিত করেছিলেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে সেঞ্চুরির এই মিছিলে আজ বুধবার যোগ দেওয়ার পথে ছিলেন লিটন দাসও। দ্বিতীয় দিনের শেষ বিকেলে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান আগে আউট হয়েছেন লিটন। মাত্র ১২৩ বলে ৯০ রান করেছেন লিটন। রিভার্স সুইপ করতে গিয়ে আউট হওয়ার আগে ওয়ানডে মেজাজে এই ইনিংস খেলার পথে ১১টি চারের পাশাপাশি ১টি ছক্কাও হাঁকান তিনি। অর্থাৎ, মোট রানের অর্ধেকেরও বেশি করেছেন বাউন্ডারি থেকেই।

লিটনের সেঞ্চুরির কিছুক্ষণ আগেই আউট হয়েছেন মুশফিক। ৩৫০ বলে ১৬৩ রানের ম্যারাথন ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। বড় ইনিংস খেললেও বাউন্ডারি থেকে মাত্র ৩৬ রান নিয়েছেন মুশফিক। শান্ত ২৭৯ রানে ১৪৮ রান করার পথে ১৫টি চার ও ১ ছক্কা হাঁকান।

শ্রীলংকার হয়ে সমান ৩টি করে উইকেট নেন আসিথা ফার্নান্দো, মিলান রত্নায়েকে ও থারিন্ডু রত্মায়েকে। তবে ৩টি উইকেট পেলেও দেদারসে রান খরচা করেছেন থারিন্ডু। দুই হাতেই বোলিং করতে পারদর্শী এই স্পিনার রান দেওয়ার ‘ডাবল সেঞ্চুরি’ থেকে মাত্র ৪ রান দূরে আছেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT