চট্টগ্রাম প্রতিনিধি:
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।সোমবার (৭ জুলাই) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন মুহিবুল্লাহ্ বাবুনগরীর ছেলে মাওলানা মুফতি আইয়ুব বাবুনগরী।
তিনি বলেন, ফিলিস্তিনি রাষ্ট্রদূত সকালে মাদ্রাসায় পৌঁছালে তাকে হেফাজত নেতা ও মাদ্রাসা কর্তৃপক্ষ ফুল দিয়ে স্বাগত জানান।
হেফাজত সূত্র জানায়, সোমবার সকালে বাবুনগর মাদ্রাসা ক্যাম্পাসে আসেন ইউসুফ এস ওয়াই রামাদান। এসময় হেফাজত আমিরের ছেলে মুফতি আইয়ুব বাবুনগরী রাষ্ট্রদূতকে অভ্যর্থনা জানান। পরে তিনি আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে কুশল বিনিময় করেন।
ফিলিস্তিনি রাষ্ট্রদূত হেফাজত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় নিজ দেশের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে ইউসুফ রামাদান হেফাজত আমিরের কাছে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া চান।
পরে মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। সেখানে উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহাদ্দিস শাহ্ হাবিবুল্লাহ বাবুনগরী, হেফাজতের কেন্দ্রীয় নায়েব আমির আল্লামা শাহ্ আইয়ুব বাবুনগরী ও সাহিত্যবিষয়ক সম্পাদক আল্লামা হারুন আজিজী নদভী।
হেফাজতের নেতা ও বাবুনগর মাদ্রাসার শিক্ষক মুফতি ইকবাল আজিমপুরী বলেন, ‘ফিলিস্তিনের নির্যাতিত মজলুম জনগণের পক্ষে স্পষ্ট ভূমিকা ও মুসলিম এবং ইসলামের স্বার্থরক্ষায় হেফাজতের আমিরের অবস্থানকে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত আশা করেন গাজাবাসীর পক্ষে হেফাজত ভবিষ্যতে আরও জোরদার ভূমিকা রাখবে।’
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত