স্পোর্টস ডেস্ক:ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তামিম ইকবালের। আজ সোমবার সকালে সাভারের বিকেএসপিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচের টসেও অংশ নেন তিনি। কিন্তু ফিল্ডিংয়ে নামার আগে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ নিয়ে মোহামেডান-শাইনপুকুর ম্যাচের রেফারি দেবব্রত পাল হাসপাতাল থেকে জানান, তামিমের এনজিওগ্রাম করিয়ে হার্টে ব্লক পাওয়া গেছে।
প্রথমে তামিমকে ঢাকায় আনতে বিকেএসপিতে একটি হেলিকপ্টার নেওয়া হয়েছিল। কিন্তু অসুস্থতার কারণে তাতে ওঠানো যায়নি। এরপর ফজিলাতুন্নেছা হাসপাতালেই রিং পরানোর উদ্যোগ নেওয়া হয়।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর জানান, আমিও শুনেছি তাকে রিং পরানো হয়েছে। কিন্তু এখনো পৌঁছাতে পারিনি। তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।
তামিমের স্ত্রীআয়েশা সিদ্দিকা, বড় ভাই নাফীস ইকবালসহ পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত আছেন।
এদিকে তামিমকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও। এর আগে তামিমের অসুস্থতার খবরে ১৯তম বোর্ডসভা স্থগিত করে বিসিবি।
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত