হবিগঞ্জ প্রতিনিধি:ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল তারকা হামজা চৌধুরীর বাড়িতে হাজারো মানুষের ঢল নেমেছে। আজ সোমবার বিকেলে সিলেট বিমানবন্দর থেকে গাড়ি করে তার গ্রামের বাড়ি বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে পৌঁছেন তিনি।
গত কয়েক দিন ধরে হামজার আগমনকে ঘিরে চলছিল আলোচনা। অধীর আগ্রহে এলাকায় সর্বস্তরের মানুষ তাকে এক নজর দেখার জন্য অপেক্ষায় ছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের পানিউম্দা থেকে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে তাকে বাড়িতে নিয়ে আসা হয়।
মহাসড়কের পুটিজুরী থেকে স্নানঘাট পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার দুপাশে দাঁড়িয়ে শিশু কিশোর ও উৎসুক জনতা ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানায়। বাড়িতে পৌঁছে সেখানে উপস্থিত সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
হামজা বলেন, আসসালামু আলাইকুম এভরি ওয়ান। আপনারা আমাকে দেখতে আসায় আমি খুশি হয়েছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।