শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -১.৬৪°সে

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

হবিগঞ্জ প্রতিনিধি:পবিত্র হজ সম্পন্ন করে সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের মাধবপুরে ১ বছরের শিশু সন্তান ও মহিলাসহ ৩ জন নিহত হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৫ টায় এ দুর্ঘটনা ঘটে। ওই সময়ে মাইক্রোবাসে থাকা আরও ৬ জন যাত্রী গুরুতর আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মাধবপুর গামী মাইক্রোবাসের যাত্রীরা নিহত ও আহত হয়েছে। রেজিস্ট্রেশন বিহীন বালু বাহী ডাম ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ এর ত্রিমুখী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়ের মানিক মিয়ার ১১ মাসের কন্যা শিশু রাইছা, ফজিলাতুন্নেছা(৬৫) এবং মেডিকেল নেওয়ার পথে মাইক্রোবাস চালক পাভেল মিয়া(২০)মারা যায়।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রামপুর গ্রামের রুনা আক্তার, সাফিয়া বেগম ও উনু মোল্লা(৪৯) সৌদি আরবে হজ্ব সম্পন্ন করে গতকাল রাতের ফ্লাইটে দেশে ফিরে। রাতেই বিমানবন্দর থেকে মাইক্রোবাসে করে বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার সম্মুখীন হতে হয়।

খাটিয়াতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারগুব তৌহিদ জানিয়েছেন, এতে গুরুতর আহত মৃত আব্দুল কাদিরের ছেলে আবু হানিফ (৪০), মানিক মিয়ার স্ত্রী রুনা আক্তার (৩৫), মৃত আব্দুল কাদিরের স্ত্রী সাফিয়া বেগম (৬০) কে পুলিশ উদ্ধার করে হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত-১৪
রাখাইনে গুরুত্বপূর্ণ সেনা দপ্তর দখল করলো আরাকান আর্মি
আমরা আল্লাহর ওপরে ভরসা করি, হাসিনার ভরসা ভারত: দুলু
১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ঢাকায় রাহাত ফতেহ আলী খান, মঞ্চ মাতাবেন রাতে

আরও খবর