1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
সৌদি আরবে ২৩ হাজার বিদেশি গ্রেপ্তার - Voice of New Jersey

সৌদি আরবে ২৩ হাজার বিদেশি গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২৫ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:সৌদি আরবে আইন ভঙ্গের অভিযোগ ২৩ হাজার বিদেশি অভিবাসী গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তাদের বিরুদ্ধে অবৈধভাবে থাকা, কাজ ও সীমান্ত আইন ভঙ্গের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি।

আনুষ্ঠানিক হিসেব অনুযায়ী, আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৩ হাজার ৮৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৬ হাজার ২১০ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৯০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৯ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সরকারি প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১৫৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৫৭ শতাংশ ইথিওপিয়ার, ৪১ শতাংশ ইয়েমেনের ও ২ শতাংশা অন্যান্য দেশের নাগরিক।

এ ছাড়া আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ২৩ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। দেশটিতে বর্তমানে ৩১ হাজার ১৩৯ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ২৮ হাজার ৬০৫ জন পুরুষ এবং দুই হাজার ৫৩৪ জন নারী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT