লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের সদস্যরা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্ত এলাকা থেকে চারটি পিকআপ ভর্তি ভারতীয় ১০ হাজার ৪৯৪ কেজি চিনি, ৯ হাজার ৯২০ প্যাকেট বিড়ি, ৯২ কেজি জিরা জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূল্য ১ কেটি ১৬ হাজার টাকা।
সোমবার (২০ জানুয়ারি) ভোররাতে চিনাকান্দি সীমান্তের ছাতারকোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব ভারতীয় অবৈধ পণ্য জব্দ করে চিনাকান্দি বিওপির বিজিবির সদস্যরা।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, জব্দকৃত পণ্য সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে এবং সীমান্ত এলাকায় বিজিবির অভিযান অব্যাহত আছে।
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত