লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:
৭ মার্চ আনুমানিক ভোর ছয়টায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের উত্তর-পশ্চিম পার্শ্বে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১টি ইঞ্জিন চালিত স্টিল বডি নৌকাসহ ভারতীয় শার্ট পিস-২৭১৮টি, প্যান্ট পিস-৪২১৬ মিটার, শাড়ী-৯০ পিস, থ্রী পিস-২৩ পিস, থান কাপড়-১৯১০.১১ মিটার এবং সোফার কাপড়-৩০০.৭৫ মিটার আটক করে, যার আনুমানিক সিজার মূল্য ১,৫৪,৩২,৮৭১/- (এক কোটি চুয়ান্ন লক্ষ বত্রিশ হাজার আটশত একাত্তর) টাকা। উক্ত অভিযানে সুনামগঞ্জ সদর এসিল্যান্ড হাসান মোহাম্মদ সোয়াইব, এবং বিজিবির সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম সহ বিজিবি সদস্যরা অংশগ্রহন করে। এ ব্যাপারে , সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ কে জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত মালামাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করা হয়
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত