শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -১.৫৬°সে

সুনামগঞ্জে পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ বীর মুক্তিযোদ্ধা এবং আত্মোৎসর্গকারী শহিদ পুলিশ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর .) বেলা ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান, পিপিএম।

অনুষ্ঠানে পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা তাঁদের বীরত্বগাথা ও স্মৃতিচারণমূলক বক্তব্য তুলে ধরেন। এ সময় তাঁরা সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে একটি স্মৃতিফলক স্থাপনের দাবি জানান।

পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, আপনাদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। পুলিশ সুপার অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের হাতে ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সদর থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত-১৪
রাখাইনে গুরুত্বপূর্ণ সেনা দপ্তর দখল করলো আরাকান আর্মি
আমরা আল্লাহর ওপরে ভরসা করি, হাসিনার ভরসা ভারত: দুলু
১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ঢাকায় রাহাত ফতেহ আলী খান, মঞ্চ মাতাবেন রাতে

আরও খবর