লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:
সুনামগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে মাহে রমজানকে সামনে রেখে ন্যায্য মূল্যের দোকান ‘আস্থা’ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় সুনামগঞ্জ পুরাতন জেলা কারাগের একটি কক্ষে এর উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট আঞ্চলের অতিরিক্ত পরিচালক বিমল চন্দ্র সোম।
এসময় সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার তাপস রঞ্চন ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সুনজিত কুমার চন্দ, জেলা মৎস্য কর্মকর্তা মো. শামশুল হক,সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক ও বাজার মনিটরিং কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী প্রমুখ।
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত