সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় চুনাপাথর বহনকারী গাড়ি থেকে চাঁদা আদায় ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলার মহিষখলা বাজারে সোমবার সন্ধ্যায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলা এ সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
নিহত মোহাম্মদ আলী (৬০) উপজেলার হোসেনপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভারতীয় চুনাপাথর বহনকারী গাড়ি থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে ইউনিয়ন ছাত্রদল নেতা হারুনুর মাহমুদ এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হযরত আলীর সঙ্গে বিরোধ চলে আসছিল। এর ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় মহিষখলা বাজারে দুগ্রুপের মধ্যে বাগবিতণ্ডা হয়।
এ সময় হযরত আলীর গ্রুপ হারুন মাহমুদের লোকজনকে ধাওয়া করলে তারা বাজার থেকে চলে যায়। পরে সন্ধ্যায় হারুন মাহমুদ গ্রুপের শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে মহিষখলা বাজারে এসে হযরত আলী গ্রুপের লোকজনের ওপর হামলা চালায়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, যা চলে রাত ১০টা পর্যন্ত। এ সময় ইটের আঘাতে আহত হয়ে মোহাম্মদ আলী ঘটনাস্থলে প্রাণ হারান। আহত হন অন্তত ২০ জন। আহতদের উদ্ধার করে ধর্মপাশা ও নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে মধ্যনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান বলেন, ‘সোমবার সন্ধ্যায় বিএনপির স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছেন। বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত আছে।’
পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ বলেন, ‘চাঁদা আদায়কে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ঢিলের আঘাতে একজন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন। একজন সহকারী পুলিশ সুপার ও থানার ওসির নেতৃত্বে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।’
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত