রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -৮.৯৬°সে
সর্বশেষ:
এক্সপ্রেসওয়েতে ১০ গাড়ির সংঘর্ষ, নিহত ১ ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ৩৮ পঞ্চগড়ে ফের তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে শান্তি প্রচেষ্টা ধ্বংসের চেষ্টা করছেন বাইডেনের কর্মকর্তারা জার্মানিতে ‘ক্রিসমাস মার্কেটে’ গাড়ি হামলা, মৃত ৪, আহত ২০০ ট্রাম্প ‘আবর্জনা’ ফেলার বদলে মন্ত্রিসভায় নিচ্ছেন বিল পাস করে অবশেষে ‘শাটডাউন’ এড়াল যুক্তরাষ্ট্র গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত-১৪ রাখাইনে গুরুত্বপূর্ণ সেনা দপ্তর দখল করলো আরাকান আর্মি আমরা আল্লাহর ওপরে ভরসা করি, হাসিনার ভরসা ভারত: দুলু ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
/

সিলেটের মানুষের কাছে দেশের মানুষ ঋণী: খালিদ মাহমুদ

সিলেট প্রতিনিধি :
বাংলাদেশ সরকারের নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সিলেটের মানুষের কাছে সমগ্র দেশের মানুষ ঋণী। সিলেটের প্রবাসীরা যে পরিমাণ রেমিট্যান্স বাংলাদেশে দেন, এটা দিয়ে বাংলাদেশের অর্থনীতি সচল থাকে। সিলেটের মানুষ লন্ডন, আমেরিকার সংসদেও প্রতিনিধিত্ব করছেন।

বুধবার দুপুরে সিলেটের ওসমানীনগরের ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের বৃত্তি বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ট্রাস্টের সভাপতি বদরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে আগামী এক বছরের মধ্যে ওসমানীনগরে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন এবং কুশিয়ারা নদীকে জীবন-জীবিকার জন্য উপযুক্ত করে তোলার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, সবার শিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বিনামূল্যে বই দিচ্ছেন, উপবৃত্তি দিচ্ছেন এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত নারীদের শিক্ষা অবৈতনিক করেছেন, প্রত্যেক উপজেলায় একটি করে স্কুল ও কলেজ সরকারি করেছেন। তিনি সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ওসমানীনগরের কৃতীসন্তান আনোয়ারুজ্জামান চৌধুরীর ভূয়সী প্রশংসা করে দলমত নির্বিশেষে সবাইকে কাজ করার অনুরোধ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, ভাইস চেয়ারম্যান আনা মিয়া, উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ট্রাস্টি গোলাম কিবরিয়া, ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, বৃত্তি বিতরণ অনুষ্ঠানের আহবায়ক আজাদ বখত চৌধুরী, প্রধান শিক্ষক শহীদ হাসান, ট্রাস্টি আয়াছ মিয়া, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ট্রাস্টি অরুণোদয় পাল ঝলক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, ট্রাস্টি আতাউর রহমান মানিক, মতছির আলী, সারজন খান প্রমুখ।

ট্রাস্টের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম জানান, প্রতি বছরের মতো এবার ওসমানীনগরের ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৭২ জন এবং বালাগঞ্জের ২৫টি প্রতিষ্ঠানের ৩৪৬ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তির টাকা বিতরণ করা হচ্ছে। ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা চার হাজার এবং ডিগ্রি পর্যায়ের শিক্ষার্থীদের ১০ হাজার টাকা হারে বৃত্তি দেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এক্সপ্রেসওয়েতে ১০ গাড়ির সংঘর্ষ, নিহত ১
ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ৩৮
পঞ্চগড়ে ফের তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে
শান্তি প্রচেষ্টা ধ্বংসের চেষ্টা করছেন বাইডেনের কর্মকর্তারা
জার্মানিতে ‘ক্রিসমাস মার্কেটে’ গাড়ি হামলা, মৃত ৪, আহত ২০০
ট্রাম্প ‘আবর্জনা’ ফেলার বদলে মন্ত্রিসভায় নিচ্ছেন

আরও খবর