বিনোদন ডেস্ক:
বলিউড সুপারস্টার সালমান খানকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে। অজ্ঞাতপরিচয়ে হুমকিদাতা অভিনেতার কাছ থেকে ২ কোটি টাকা দাবি করেছে।সালমান খানের কাছে ২ কোটি টাকা দাবি করে মুম্বাই পুলিশের ট্র্যাফিক হেল্পলাইন নম্বরে হোয়াটসঅ্যাপে ফের বার্তা পাঠানো হয়েছে। অজ্ঞাতনামা ওই ব্যক্তির বিরুদ্ধে মামলাও দায়ের করেছে ওরলি পুলিশ।
টাকা না দিলে সালমানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে অজ্ঞাতনামা ওই বার্তাদাতা।
ট্র্যাফিক পুলিশ বিষয়টি ওরলি পুলিশকে জানিয়েছে। তারা এ বিষয়ে একটি মামলা নথিভুক্ত করেছে এবং হুমকিদাতাকে খুঁজে বের করতে কাজ শুরু করেছে।
এদিকে সালমান খান ও এনসিপি নেতা জিশান সিদ্দিকিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে উত্তর প্রদেশের নয়ডা থেকে ২০ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। সোমবার ওই ব্যক্তিকে আটক করা হয়।
মুম্বাইয়ের নির্মল নগর থানার এক কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্ত প্রথমে বিধায়ক জিশান সিদ্দিকির হেল্পলাইন নম্বরে হুমকি দিয়ে মেসেজ পাঠায় এবং পরে ভয়েস কল করে।
সোমবার এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয় এবং প্রযুক্তিগত প্রমাণের সাহায্যে নয়ডা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তদন্তের স্বার্থে তাকে মুম্বাই নিয়ে আসা হচ্ছে।
ক্রাইম ব্রাঞ্চের (ইউনিট ৮) একটি দল সোমবার নয়ডায় গুরফান মকবুল খান নামে ২০ বছরের এক ট্যাটু আর্টিস্টকে গ্রেফতার করে এবং মঙ্গলবার তাকে মুম্বাই নিয়ে আসে। এরপরে তাকে নির্মল নগর থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃতকে পরে আদালতে তোলা হলে ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘অভিযুক্ত ভেবেছিল বিধায়ক জিশান সিদ্দিকিকে মিথ্যা তথ্য দিলে সে কিছু আর্থিক পুরস্কার পাবে।’
উল্লেখ্য যে, জিশানের পিতা বাবা সিদ্দিকিকে (৬৬) গত ১২ অক্টোবর বান্দ্রায় জিশানের অফিসের বাইরে গুলি করে হত্যা করা হয়।
এনসিপি নেতার হত্যাকাণ্ডের দায় স্বীকার করা লরেন্স বিষ্ণোই গ্যাং সালমানের সঙ্গে রাজনীতিবিদের ঘনিষ্ঠ সম্পর্ককে হত্যার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জিশান সিদ্দিকি জানান, তার বাবার মৃত্যুর পর বলিউড অভিনেতা তার নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন। কিছুদিন আগে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামে সালমান খানকে হুমকি দেওয়ার অভিযোগে জামশেদপুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। সূত্র: হিন্দুস্তান টাইমস