ঢাকা উত্তর প্রতিনিধি:
সাভারের আশুলিয়া এলাকার একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের টিএসসি পাম্প ও মাস্টার প্লাজার পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরের দিকে বোতল টোকাতে এসে ডোবায় ভাসমান লাশ দেখতে পেয়ে পাশের মাস্টার প্লাজার সিকিউরিটিকে জানায় এক টোকাই। পরে সিকিউরিটির পরামর্শে ওই টোকাই ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে জানায়।
সংবাদ পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
তবে স্থানীয় লোকজন জানান, অজ্ঞাত ওই যুবক বাইপাইল এলাকার একজন মাছ ব্যবসায়ী হতে পারেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ তার পরিচয় জানাতে পারেননি।
আশুলিয়া থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে ওই যুবকের মৃত্যু হতে পারে। তার পরিচয় ও কিভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত