আন্তর্জাতিক ডেস্ক:এআই বিশ্বে আলোচনা ফেলে দেওয়া চীনা অ্যাপ ডিপসিক সাইবার হামলার শিকার হয়েছে।গতকাল সোমবার প্রতিষ্ঠানটি জানায়, হামলার শিকার হওয়ার কারণে তারা নতুন নিবন্ধন নিতে পারছে না।
যুক্তরাষ্ট্রে অ্যাপলের অ্যাপস্টোরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ হিসেবে সর্বোচ্চ ডাউনলোডের রেকর্ড গড়েছে ডিপসিক। পেছনে ফেলেছে ওপেন এআইয়ের চ্যাটজিপিটিকে। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে অ্যাপটি। এআই বিশ্বকে নাড়া দেওয়ার একদিনের মাথায় সাইবার হামলার শিকার হলো তারা।
নিজেদের স্ট্যাটাস পেজে ডিপসিক জানিয়েছে, বেইজিং সময় অনুযায়ী গত সোমবার রাতে সমস্যাটি তদন্ত শুরু করে কোম্পানিটি। প্রায় দুই ঘণ্টা পর্যবেক্ষণ করার পর কোম্পানিটি জানায় যে, প্ল্যাটফর্মটি বড় আকারের সাইবার হামলার শিকার হয়েছে। ডিপসিক নিবন্ধন সীমিত করলেও বিদ্যমান ব্যবহারকারীরা স্বাভাবিকভাবে লগ ইন করতে পারছিলেন।
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত