শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -১.৮২°সে

সাংবাদিকদের যে প্রশ্ন এড়িয়ে গেলেন ফারুকী

অনলাইন ডেস্ক:চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী গতকাল রবিবার অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। আজ সোমবার সংবাদ সম্মেলনে উপস্থিত নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। তবে নিজের স্ত্রী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ‘মুজিব’ চলচ্চিত্রে শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিবের ভূমিকায় অভিনয় করেছেন- এ সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেছেন।

সাংবাদিকরা জানতে চান, ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে স্ত্রী নুসরাত ইমরোজ তিশা অভিনয় করায় তিনি আত্মগ্লানিতে ভুগছেন কি না? জবাবে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আমি উসকানিমূলক কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না। নরমাল প্রশ্ন থাকলে, যে প্রশ্নই আপনি জানতে চান।’

শিল্পকলা অ্যাকাডেমিতে নাটক করতে বাধা দেওয়া এবং সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ নিয়ে উগ্রবাদী তৎপরতা বিষয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা পরিষ্কার একটি পরিকল্পনার অংশ। এটা বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা। এটা বোঝার মতো সক্ষমতা আমাদের আছে।’

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা বলেন, যারা জুলাই গণহত্যা চালিয়েছে সেই ফার্স্ট হ্যান্ড অপরাধীদের বিচারে সরকার উদ্যোগী হয়েছে। এখন ফার্স্ট হ্যান্ড অপরাধীকে বাঁচানোর জন্য ফোর্থগ্রেড, ফিফথ গ্রেড অপরাধীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। শিল্প-সংস্কৃতির কেউ যদি পতিত ফ্যাসিস্টের হয়ে ভিকটিম খেলার চেষ্টা করেন তাহলে ফিফথ গ্রেড অপরাধীকে হয়তো আগে ধরা হবে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণের বিষয়ে ফারুকী বলেন, প্রাথমিকভাবে অ্যাকাডেমির প্রধান ও অংশীদার- সবার সঙ্গে বসে সবার পরামর্শে তিন মাসে কীভাবে দৃশ্যমান পরিবর্তন আনা যায় এবং এক বছর মেয়াদে কেমন প্রকল্প বাস্তবায়ন করা যায় যা সংস্কৃতি অঙ্গনে বড় ধরনের পরিবর্তন আনবে সে বিষয়ে আলোচনা করবেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত-১৪
রাখাইনে গুরুত্বপূর্ণ সেনা দপ্তর দখল করলো আরাকান আর্মি
আমরা আল্লাহর ওপরে ভরসা করি, হাসিনার ভরসা ভারত: দুলু
১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ঢাকায় রাহাত ফতেহ আলী খান, মঞ্চ মাতাবেন রাতে

আরও খবর