অনলাইন ডেস্ক:
রাজধানীর মহাখালীর রেল ও সড়ক পথ থেকে অবরোধ প্রত্যাহার করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সোমবার বিকেল ৪টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করে নেন। এতে দীর্ঘ ৪ ঘণ্টা পর যান চলাচল শুরু হয়েছে।পূর্বঘোষণা অনুযায়ী- আজ বিকেল ৪টার দিকে সড়ক ছেড়ে কলেজের দিকে ফিরতে শুরু করেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিক্ষার্থীরা মহাখালী ওভার ব্রিজের নিচে রেললাইনে অবস্থান নিয়েছেন। এ সময় অবরোধের মধ্যে নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন উপকূল এক্সপ্রেস মহাখালী রেলক্রসিং অতিক্রম করার সময় শিক্ষার্থীরা সেটি থামানোর চেষ্টা করেন। কিন্তু ট্রেনটি না থেমে গতি কমিয়ে চলতে থাকলে বিক্ষোভকারীরা সেটি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে ট্রেনের কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে।
এরআগে, বেলা ১১টার দিকে কলেজ থেকে মিছিল নিয়ে আমতলী হয়ে রেলগেট ও আশপাশের সড়কে অবস্থান নেন তারা। এসময় দুটি ট্রেন থামাতে ইট-পাটকেল নিক্ষেপও করেন শিক্ষার্থীরা। এতে নারী-শিশুসহ বেশ কয়েকজন আহত হন। তারপরও তারা কর্মসূচি চালিয়ে যান।
এর আগে দুপুর ১২টার দিকে কয়েক শ’ শিক্ষার্থী সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালী ওভারব্রিজের নিচের রেললাইনে অবস্থান নেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীদের নানা স্লোগান দিতেও শোনা যায়।
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত