শেরপুর প্রতিনিধি:শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ২নং নন্নী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বিল্লাল হোসেন চৌধুরীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অপরজন হলো- সাবেক পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবুবকর সিদ্দিকের সহযোগী গোলকীপার রবিন মিয়া।
গ্রেপ্তারকৃতদের আজ শনিবার দুপুরে শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিল্লাল হোসেন চৌধুরীকে গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে তার শ্বশুড়বাড়ি নয়াবিল ইউনিয়নের মানুপাড়া গ্রাম থেকে এবং রবিনকে নালিতাবাড়ী পৌর শহর থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বিল্লাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে গত বছরের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুরে ছাত্র হত্যা ও ঢাকার মিরপুরে গার্মেন্টকর্মী নালিতাবাড়ী উপজেলার আসিফ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পৃথক মামলা রয়েছে।
এ ছাড়া অপর গ্রেপ্তারকৃত রবিন মিয়ার বিরুদ্ধে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের মুহুর্তে নালিতাবাড়ী শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরসহ নাশকতার অভিযোগে মামলা রয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত