অনলাইন ডেস্ক:
ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাধ করে থাকলে তাকে প্রত্যর্পণ করা উচিত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস ক্লাইমেট ফরওয়ার্ড সামিট অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ড. ইউনূস এ কথা বলেন।শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা উচিত কি না—এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ‘কেন উচিত হবে না? তিনি যদি অপরাধ করে থাকেন, তাহলে তাকে প্রত্যর্পণ করে বিচারের আওতায় আনা উচিত।’
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকা ড. ইউনূসের কাছে জানতে চাওয়া হয়, প্রধানমন্ত্রী পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার তিনি কোনো পরিকল্পনা করছেন কি না। জবাবে তিনি বলেন, ‘আমাকে দেখে কি মনে হচ্ছে যে, আমি প্রতিদ্বন্দ্বিতা করব?’
আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে ড. ইউনূস বলেন, বাংলাদেশে কবে নির্বাচন হবে সেই সময়সীমা ঠিক করা হয়নি। যে কমিশনগুলো গঠন করা হয়েছে, সেগুলো আগামী মাসে তাদের সংস্কার সুপারিশ প্রদান করবে বলে আশা করা হচ্ছে। তারপরে দেশে জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।