মানিকগঞ্জ প্রতিনিধি:মানিকগঞ্জ সদর উপজেলা থেকে কার্টুনবন্দী অজ্ঞাত এক মাঝবয়সী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার রাতের কোন এক সময় কার্টুনে মোড়ানো মরদেহটি রেখে যায় অজ্ঞাতরা। আজ শুক্রবার সকালে উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডী আঞ্চলিক সড়কের এগারশ্রী এলাকায় কার্টুনে আবদ্ধ বস্তু দেখতে পায় গ্রামবাসী এরপর পুলিশের খবর দিলে বেলা ২ টার দিকে এই কার্টুনবন্দী মরদেহটি উদ্ধার করা হয়।
পুটাল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার ও স্থানীয় বাসিন্দা চিত্ত রঞ্জন সরকার বলেন, ‘স্থানীয় বাসিন্দারা সকলে আমাকে জানালে আমি গ্রাম পুলিশ পাঠিয়ে কার্টুনের বাক্সটাকে বাঁশের ঝারে থেকে তুলে রাস্তার পাড়ে রাখতে বলি। তখন কার্টুন থেকে দুর্গন্ধ এবং রক্ত বের হচ্ছিল। পুলিশে খবর দিলে তারা এসে কার্টুন খুলে মাঝ বয়সী নারীর মরদেহ উদ্ধার করে।’
গ্রাম পুলিশ মো. হোসেন আলী বলেন, ‘মেম্বার আমাকে ফোন দিয়ে জানালে আমি ঘটনাস্থলে এসে বাঁশের ঝাড় থেকে কার্টুনটি উপরে তুলে রাস্তায় রাখি। পরে পুলিশ এসে কার্টুন খুলে ক্ষতবিক্ষত অবস্থায় লাশ দেখতে পায়।’
এই ঘটনায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি বলেন, ‘সিআইডির ক্রাইম সিন ইউনিট পরিচয় শনাক্তে কাজ করছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত