আন্তর্জাতিক ডেস্ক:মস্কোতে বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা প্রধান জেনারেল নিহত হয়েছেন।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার ভোরে আবাসিক ব্লক ছেড়ে যাচ্ছিলেন পরমাণু, জৈবিক, রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর (এনবিসি) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ। তখন একটি স্কুটারে লুকানো ডিভাইস বিস্ফোরিত হয়। এতে তিনিসহ কিরিলোভের সহকারীও নিহত হয়েছেন।
এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার তদন্ত কমিটি।
রাশিয়ান টেলিগ্রাম চ্যানেলগুলোতে পোস্ট করা ছবি ও ভিডিওতে ধ্বংসস্তূপে ভরা একটি ভবনের একটি ছিন্নভিন্ন প্রবেশদ্বার এবং রক্তমাখা তুষারের মধ্যে দুটি মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। এ ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত অক্টোবরে কিরিলোভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য। যুক্তরাজ্য বলেছিল, তিনি ইউক্রেনে রাসায়নিক অস্ত্রের ব্যবহার তদারকি করেছিলেন এবং ক্রেমলিনের বিভ্রান্তির জন্য একটি গুরুত্বপূ
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত