চাইথোয়াইমং মারমা নিজস্ব প্রতিবেদক (রাঙ্গামাটি) :বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাসের আয়োজনে রাজস্থলী উপজেলা পরিবেশ সুরক্ষা বিষয়কদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১২টায় উপজেলা মডেল মসজিদ হল রুম কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত।
কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি কাপ্তাই পাল্পউড বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা সাজ্জাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সজীব কান্তি রুদ্র।
পরিবেশ সুরক্ষা বিষয় কর্মশালা পরিচালনা করেন , কারিতাস বাংলাদেশ সিপিপি ২ এর রাজস্থলী উপজেলা মাঠ কর্মকর্তা মোঃ সুমন ।
এসময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্রাচার্য্য, প্রকল্পে মাঠ সহায়ক রবিউল ইসলাম, সুকান্ত কুমার তংচংগ্যা। উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জনাব রফিকুজ্জামান, রেন্জ কর্মকর্তা তুহিনুল হক মডেল মসজিদের খতিব, প্রধান শিক্ষক জোস্না বেগম।
প্রধান শিক্ষক তাংতং পাড়া সরকারি উচ্চবিদ্যালয় জনাব মো: এমদাদ উল্যাাহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সুশিল সমাজের প্রতিনিধিও গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রনী পেশার মানুষ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতে অংশগ্রহণ করেন ।
অতিথি বক্তারা জানান, পরিবেশ দূষণের কারণে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা এবং পরিবেশ সংরক্ষণের জন্য পরিকল্পিত কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বপূর্ণ বজায় রাখা, এবং অবৈধ বালু উত্তোলন, অবাধে বৃক্ষ নিধন,কাঠ জুড়ানো, হালদার উজানে তামাক চাষ,পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বোতল ও পলিথিন ব্যাগের ব্যবহার পরিহার, পাহাড়ে অপ্রয়োজনীয় গাছ কাটা থেকে বিরত থাকা, পাথর ও বালির অনিয়ন্ত্রিত উত্তোলন বন্ধ রাখা,এসব সমস্যা সমাধানে আমাদের সকলকে সচেতনতা হওয়া পরামর্শ প্রদান করা হয়েছে।
এ কর্মশালার সমাপনী বক্তব্যে অতিথিরা পরিবেশ রর্ক্ষাথে জন্য সকলের সম্মিলিতভাবে উদ্যোগের প্রয়োজনীয়তার ব্যবস্থা কথা উল্লেখ করে বলেন, এবং সচেতনতা বৃদ্ধির জন্য আহ্বান জানানো হয়।
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত