অনলাইন ডেস্ক: রসপ্রেক্ট পার্ক সিটির মেয়র মোহাম্মদ খায়রুল্লাহ উদ্যোগে কমিউনিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়। শনিবার রাত ৮টায় প্যাটারসন স্টার রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় এই সভার সমন্বয়কের দায়িত্ব বালন করেন প্রসপ্রেক্ট পার্ক সিটির কাউন্সিল প্রেসিডেন্ট আনন্দ শাহ। মেয়র মোহাম্মদ খায়রুল্লাহ প্রসপ্রেক্ট পার্ক সিটির নব নির্বাচিত ল্যান্ড কমিটির সদস্য কাউন্সিল প্রেসিডেন্ট আনন্দ শাহ , বোর্ড অব এডভাইজার জুবায়ের মতিন, কাউন্সিল ম্যান নিয়াজ নাদিম , মোহাম্মদ সুরমান অভিনন্দন জানান। তিনি বাংলাদেশী কমিউনিটির সাথে সবসময় পাশে থাকার অভিব্যক্তি প্রকাশ করেন।তিনি কমিউনিটি নেতৃত্ব কোন ভুল ত্রুটির ঊর্ধ্বে সবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চান।
কাউন্সিল প্রেসিডেন্ট আনন্দ শাহ বলেন বিনা পারিশ্রমিকে প্রসপ্রেক্ট পার্ক সিটিতে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন। তিনি সব সময় কমিউনিটির সবার সাথে এক সাথে কাজ করতে চান। তিনি মানুষের ভালোবাসায় নিজেকে কমিউনিটির যেকোনো কাজে সম্পৃক্ত রাখার চেষ্টা করেন। কাউন্সিল ম্যান নিয়াজ নাদিম বলেন দিন দিন প্রসপ্রেক্ট পার্ক সিটিতে বাংলাদেশীদের অবস্থান দৃঢ় হচ্ছে।
তিনি কমিউনিটির যেকোন কাজে তাকে পাবার আশ্বাস দেন। পুরো অনুষ্ঠান টি পরিচালনা করেন কাউন্সিল ম্যান মোহাম্মদ সুরমান, এছাড়া প্যাটারসন সিটির কাউন্সিল ম্যান এর্টলাজ ফরিদ উদ্দিন বলেন প্রসপ্রেক্ট পার্ক সিটি ও প্যাটারসন সিটির বাংলাদেশীরা সবসময় যেকোনো অনুষ্ঠানে একসাথে থাকার চেষ্টা করে। তিনি মেয়র মোহাম্মদ খায়রুল্লাহ কে বলেন আমরা সবাই মুসলিম বাংঁলাদেশী আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে চায়। নেতৃত্বে প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু কমিউনিটির স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে চায়।
মতবিনিময় সভায় বিভিন্ন নেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ নিউজার্সি স্টেট এর সভাপতি আজমল আলী , বিএনপি নিউজার্সি স্টেট নর্থ এর সভাপতি সৈয়দ জুবায়ের আলী , সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাচ্চু , মসজিদ আদম পরিচালনা কমিটির সদস্য আবু সুফিয়ান রনি, কমিশনার মোহাম্মদ রশিদ দিদারসহ বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও মুরুব্বি গন। সভাশেষ খাবার পরিবেশন করা হয়।
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত