আন্তর্জাতিক ডেস্ক:ইসরায়েলে রকেট হামলার আশঙ্কায় হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে আশ্রয় নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।গত রবিবার নেতানিয়াহুর প্রোস্টেটের অস্ত্রোপচার হয়। জেরুজালেমের হাদাশা মেডিকেল সেন্টারে হওয়া অস্ত্রোপচারটির পর সেখানেই আছেন তিনি। রকেট হামলার শঙ্কায় তাকে এখন হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে রাখা হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
মুক্তিকামী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস বা ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি রকেট হামলা চালাতে পারে এমন শঙ্কা করছেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, অস্ত্রোপচার সফলভাবে শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী জেগে ওঠেন। তিনি সুস্থ আছেন। তবে জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে তাকে সুরক্ষিত আন্ডারগ্রাউন্ড ওয়ার্ডে রাখা হয়েছে।
সর্বশেষ গত রবিবার গাজার বেঈত হানুন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে দুটি রকেট ছোড়া হয়। এ ছাড়া নিয়মিত হামলা চালাতে শুরু করেছে হুতি।
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত