দিনাজপুর প্রতিনিধি
বিএনপির রংপুর বিভাগীয় রোডমার্চ কাল। রোডমার্চ সফল করতে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন ধারাবাহিকভাবে প্রস্তুতি সভা করেছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় রংপুর বিভাগীয় রোডমার্চ সফল করার লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এই রোড মার্চে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রস্তুতি সভায় রোড মার্চ সফল করতে সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।
দিনাজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি সভাপতি ও উথরাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান সরকার।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার কাউন্সিলর মুরাদ আহমেদ প্রমুখ।
প্রস্তুতি সভায় সদর উপজেলা বিএনপির ১০টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগণ উপস্থিত ছিলেন।