1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
রংপুরকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা - Voice of New Jersey

রংপুরকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪ বার দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক:বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুতে দাপট, তবে মাঝ পথে এসে পথ হারায়। প্লে অফে উঠলেও প্রথম দুই দলে থাকতে পারেনি রংপুর রাইডার্স। আজ সোমবার এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলতে নেমেছে তারা। যেখানে এই ম্যাচ ঘিরে তাদের প্রস্তুতিও ছিল ব্যাপক। উড়িয়ে আনা হয় তিন বিদেশি হেভিওয়েট। তারা হলেন জেমস ভিন্স, আন্দ্রে রাসেল ও টিম ভেডিড। তবে তারকা বহুল একাদশ গড়েও ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারতে হয়েছে তাদের। আর রংপুরকে বিদায় করে টুর্নামেন্টে দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে গেছে খুলনা।

মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়। যেখানে প্রথমে ব্যাট করা রংপুর মাত্র ৮৫ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ও ৫৮ বল বাকি থাকতেই জয়ের বন্দরে চলে যায় খুলনা।

এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। তবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই খুলনার স্পিন তোপে পড়ে রংপুরের ব্যাটাররা। বিশেষ করে নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে তারা। তবু শেষদিকে আকিফ জাভেদের ১৮ বলে ৩২ রানের সুবাদে এই স্কোর পায় তারা। ২৩ রান করেন অধিনায়ক সোহান। বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

খুলনার বোলরদের মধ্যে মিরাজ ও নাসুম ৩টি করে উইকেট দখল করেন।

৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুলনারও শুরুটা ভালো হয়নি। আকিফ জাভেদের বলে প্রথম ওভারেই শূন্য রানে ফেরেন মেহেদী মিরাজ। তবে বাকি গল্পটা শুধুই খুলনার। মোহাম্মদ নাঈম ও অ্যালেক্স রসের ব্যাটে সহজ জয় পায় দলটি। নাঈম ৩৩ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৪৮ রানে অপরাজিত থাকেন। আর ২৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন রস।

আজই প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংস ও ফরচুন বরিশাল মুখোমুখি হবে। তাদের মধ্যে জয়ী দলের সঙ্গে আগামী ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে খুলনা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT